খুলনা জেলার হিন্দু কন্যা, কলিকাতার জামাই,
বিয়ে হলো ধুমধামের পর,অনেক নাকি কামাই !!
বিয়ে হলো ধুমধামের পর,অনেক নাকি কামাই !!
তিন বছর পর শ্বশুর গেলেন কোলকাতার সেই বাড়ি,
বাপকে দেখে মেয়ে খুশি জামাইয়ের মুখটা ভারী।!
দু’দিন থাকলেন কষ্টে সৃষ্টে নয় তো আদর ভালো,
তিনদিনের দিন জামাই ব্যাটা মুখ করেছে কালো।
মেয়ে এসে ডাক দিয়ে কয়, “বাবা কবে যাবেন,
টানা হেছড়ার সংসার তাই কয়দিন হেথা খাবেন”?
কথা শুনে ব্যাক্কেল হলেন খুলনার মেয়ের বাবা,
অনেক টাকা খরচ করেও হলেন তিনি হাবা।
খুলনার লোকে শ্বশুর পেলে কতই খুশি হয়,
কোলকাতারা শ্বশুর দেখে পায় যেন খুব ভয়।
রাগ করে কয়, “ভয় করিস না, আজকেই চলে যাচ্ছি,
হাজার টাকার বাজার পেয়েও, ভাবছিস কি তোর খাচ্ছি?
এই না বলে শ্বশুর বাবা, এলেন তাদের ফেলে,
দেখতে গিয়ে জামাই-মেয়ে, আঘাত পেলেন দিলে।...
====উজ্জ্বল সরদার========বাপকে দেখে মেয়ে খুশি জামাইয়ের মুখটা ভারী।!
দু’দিন থাকলেন কষ্টে সৃষ্টে নয় তো আদর ভালো,
তিনদিনের দিন জামাই ব্যাটা মুখ করেছে কালো।
মেয়ে এসে ডাক দিয়ে কয়, “বাবা কবে যাবেন,
টানা হেছড়ার সংসার তাই কয়দিন হেথা খাবেন”?
কথা শুনে ব্যাক্কেল হলেন খুলনার মেয়ের বাবা,
অনেক টাকা খরচ করেও হলেন তিনি হাবা।
খুলনার লোকে শ্বশুর পেলে কতই খুশি হয়,
কোলকাতারা শ্বশুর দেখে পায় যেন খুব ভয়।
রাগ করে কয়, “ভয় করিস না, আজকেই চলে যাচ্ছি,
হাজার টাকার বাজার পেয়েও, ভাবছিস কি তোর খাচ্ছি?
এই না বলে শ্বশুর বাবা, এলেন তাদের ফেলে,
দেখতে গিয়ে জামাই-মেয়ে, আঘাত পেলেন দিলে।...
মন্তব্যসমূহ